ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মত মশাবাহিত রোগ থেকে দূরে থাকতে মশা থেকে দূরে থাকা জরুরি। মশা থেকে বাঁচতে নানা উপায় অবলম্বন করেন সাধারণ মানুষ। মশা কাদের বেশি কামড়ায় তার উত্তরও আগে দিয়েছেন বিজ্ঞানীরা।

তবে এবার নতুন ৩টি কারণ সামনে এল। গবেষণার মধ্যে দিয়ে পাওয়া এই ৩টি কারণ শুনলে যে কেউ প্রথমে হতভম্ব হয়ে যেতে পারেন। অনেকের বিশ্বাস করতেও অসুবিধা হবে।

নেদারল্যান্ডসের ব়্যাডবোড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মশা কাদের বেশি কামড়ায় তা জানতে একটি পরীক্ষা করেন। পরীক্ষাটিও বেশ চমকপ্রদ। আর তাতে তাঁরা জানতে পারেন যাঁরা বিয়ার পান করেছেন এমন মানুষকে বেশি কামড়ায় মশা।

এছাড়া যাঁরা আগের রাতে কারও সঙ্গে বিছানায় ছিলেন, অর্থাৎ তিনি দৈহিক সম্পর্ক করেছেন এমন মানুষকে পরদিন মশা বেশি কামড়ায়। এছাড়া যাঁরা সানস্ক্রিন জাতীয় ক্রিম কম ব্যবহার করেন এবং কম স্নান করেন তাঁদের বেশি কামড়ায় মশা।

এটা জানার জন্য গবেষকেরা একটি গানের কনসার্টকে বেছে নেন। সেখানে উপস্থিত যাঁরা হয়েছিলেন তাঁদের মধ্যে থেকেই কয়েকজনকে বেছে নেন স্বেচ্ছাসেবক হিসাবে।

তাঁদের মধ্যে কেউ বিয়ার পান করেছেন, কেউ করেননি, কেউ আগের রাতে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কেউ হননি। কেউ সানস্ক্রিন মেখেছিলেন। কেউ মাখেননি। এঁদের এমন একটি বাক্সের কাছে হাত পাততে বলা হয় যে বাক্সের মধ্যে প্রচুর মশা ছাড়া ছিল।

তারা গন্ধটা পাবে। কিন্তু চাইলেও হাতে কামড়াতে পারবেনা। এভাবেই তৈরি ওই বাক্সের কাছে হাত নিয়ে যাওয়ার পর গবেষকেরা মশাদের গতিবিধি, তারা কোন হাতের দিকে আকর্ষিত হচ্ছে তা পরীক্ষা করে দেখেন। তারপরই একটি সিদ্ধান্তে উপনীত হন। জানান মশাদের আকর্ষিত হওয়ার ৩টি কারণ।