World

কমলা ধোঁয়া উড়তেই সমুদ্রে ভাসল লম্বা মাস্তুলের ইতিহাসেরা

জলের ওপর দিয়ে যেগুলি ভেসে চলা শুরু করল সেগুলো আদপে ইতিহাস। কমলা ধোঁয়া আকাশে মিশতেই শুরু হল তাদের যাত্রা।

Published by
News Desk

এ দৃশ্য নিজের চোখে দেখতে লক্ষ লক্ষ মানুষ হাজির হন। অবাক চোখে চেয়ে দেখেন সমুদ্রের জলের ওপর সারি দিয়ে দাঁড়িয়ে আছে নানা আকারের জাহাজ। তবে এসব জাহাজ এখনকার পরিচিত জাহাজ নয়। বরং ইতিহাসের পাতা থেকে উঠে আসা লম্বা লম্বা মাস্তুল, দড়ির জঙ্গলে ভরা জাহাজ।

যেগুলি পালতোলা। পালে হাওয়া লাগলে তাদের গতি বাড়ে। স্তরে স্তরে সাজানো পালের জাহাজও নজর কাড়ে এখানে। প্রথমে বন্দরে হাজির হয় এমন সব জাহাজ। তারপর একটি কমলা ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ছড়িয়ে পড়ে আকাশে। তা দেখার পরই জাহাজগুলি সমুদ্রের বুকে এগিয়ে যেতে থাকে।

নেদারল্যান্ডসের রাজধানী শহর আমস্টারডামের বন্দরে এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে হাজির হন বহু মানুষ। ৫ দিনের উৎসব। যা প্রতি ৫ বছর অন্তর অনুষ্ঠিত হয়। তবে এবার উৎসাহটা অনেক বেশি।

কারণ এবার ৫ নয়, উৎসাহী মানুষকে অপেক্ষা করতে হয়েছে ১০ বছর। ২০২০ সালে এই উৎসব বাতিল করা হয়। ওই বছর এই উৎসব আয়োজন সম্ভব হয়নি। তাই ২০২৫ সালে এসে এই ঐতিহাসিক জাহাজের সমুদ্রের বুকে কুচকাওয়াজ দেখার আগ্রহটা এবার বাড়তি হাওয়া পেয়েছে।

সেইল ২০২৫ নামে এই উৎসব এবার তার দশম পর্বে। এইসব ঐতিহাসিক লম্বা মাস্তুলের পালতোলা জাহাজের যাত্রা শুরুর পর বহু মানুষ নাচতে শুরু করেন। সেটাও হয়ে ওঠে এই উৎসবেরই অঙ্গ।

Share
Published by
News Desk
Tags: Netherlands

Recent Posts