World

দেখা মিলল ২০০ বছরের পুরনো কন্ডোমের, কি দিয়ে তৈরি জানলে অবাক হবেন

কন্ডোম বর্তমানে একটি সুস্থ শারীরিক সম্পর্কের জন্য ব্যবহার হয় ঠিকই, তবে তা যে ২০০ বছর আগেও ব্যবহার হত তা জানলে অনেকেই অবাক হতে পারেন।

Published by
News Desk

২০০ বছর আগেও কন্ডোম ব্যবহার হত। সে কন্ডোম এবার চাক্ষুষ করার সুযোগ পেলেন সাধারণ মানুষ। একটি জাদুঘরে এটি প্রদর্শিত হল। যা চোখের দেখা দেখার জন্য মানুষের ঢল নামে।

নেদারল্যান্ডসের আমস্টারডামের রিয়াকস মিউজিয়ামে এই কন্ডোমটি প্রদর্শিত হয়। এটি ফ্রান্সের একটি গণিকালয় থেকে পাওয়া গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তারপর সেটি একটি নিলামে ওঠে।

সেখান থেকে অবশেষে এই ঐতিহাসিক কন্ডোমটি এসেছে এই ডাচ মিউজিয়ামে। কন্ডোমটি কিন্তু তৈরি হয়েছে একটি প্রাণির অ্যাপেন্ডিক্সের অংশ দিয়ে। বিশেষজ্ঞেরা পরীক্ষা করে জানিয়েছেন কন্ডোমটি ভেড়ার অ্যাপেন্ডিক্স থেকে তৈরি। যার ওপর একটি ছবিও রয়েছে। যা বেশ উত্তেজক।

কন্ডোমটি ব্যবহার হয়েছিল কিনা তা নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ রয়েছে। তবে এটা ২০০ বছর আগে ফ্রান্সের একটি গণিকালয় থেকেই যে পাওয়া গিয়েছে তা অনেকটাই পরিস্কার।

কারণ সে সময় সাধারণত কন্ডোম গণিকালয়গুলির কাউন্টারে বিক্রি হত। যেখান থেকে মানুষ তা সংগ্রহ করতে পারতেন। কন্ডোমের এমন বহুল ব্যবহার সে সময় ছিলনা।

এই প্রদর্শিত কন্ডোমটি রীতিমত মানুষের নজর কেড়েছে। অনেকেই সেটি দেখতে জাদুঘরে ভিড় জমাচ্ছেন। এটিই ওই জাদুঘরে প্রদর্শিত প্রথম কোনও ঐতিহাসিক কন্ডোম। যা কেবল একটি কন্ডোম নয়, একটা সময়ের ধারকও বটে।

প্রসঙ্গত সেই সময় প্রাণির ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্র বা শরীরের অন্য কোনও অংশকে ব্যবহার করে কন্ডোম তৈরি হত। যা এখনকার কন্ডোমের মত অতটাও সুরক্ষিত হতনা। তবে তার ব্যবহার হত। আর তা হত মূলত গণিকালয়ে।

Share
Published by
News Desk
Tags: Netherlands