World

স্বপ্নের সাইকেলে চেপে রাস্তায় বেরিয়ে তাক লাগিয়ে দিলেন এক ব্যক্তি

তাঁর স্বপ্ন ছিল এমন একটা সাইকেলে চেপে তিনি বার হবেন। তাঁর কাছে এমন একটা সাইকেল থাকবে। অবশেষে সেই সাইকেলে চেপে বার হলেন তিনি।

Published by
News Desk

স্বপ্ন দেখা আর তাকে বাস্তবায়িত করার মধ্যে বিস্তর ফারাক। স্বপ্ন সারাজীবন অনেক মানুষের কাছে স্বপ্নই থেকে যায়। আবার কিছু মানুষ পূর্ণ উদ্যমে লড়াই করে তাঁর লালিত স্বপ্নকে বাস্তবের মাটি‌‌‌তে নামিয়ে আনেন। এই ৩৯ বছরের মানুষটি তাঁর স্বপ্নকে সেভাবেই বাস্তবায়িত করলেন।

যখন তিনি ছোট তখনই তিনি স্বপ্নে দেখেন তাঁর কাছে এমন একটা সাইকেল থাকবে। কিন্তু যে সাইকেল তাঁর দরকার ছিল তা তো কোনও দোকানে পাওয়া যায়না। অবশেষে নিজেকে তৈরি করে এই মধ্যবয়সে এসে তিনি বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের সাহায্য নেন।

তাঁদের সাহায্যে একটি সাইকেল তৈরি করেন। যে সাইকেল তৈরি একদিনের কাজ ছিলনা। তবে এক দীর্ঘ লড়াইয়ের পর তাঁর সাইকেল তৈরি হয়।

নেদারল্যান্ডসের বাসিন্দা ইভানের জীবনে অবশেষে সেই দিনটা আসে যেদিন তিনি তাঁর স্বপ্নের সাইকেল হাতে পান। তারপর তা নিয়ে বার হন রাস্তায়।

অবশ্য সে সাইকেলে প্যাডেল করার আগে সাইকেল রাস্তায় নামাতেই ইঞ্জিনিয়ারদের অনেক সময় লেগে যায়। ১৮০ ফুট লম্বা এই সাইকেল মোটা লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে।

একটি অংশকে অন্যের সঙ্গে জুড়ে তাকে লম্বা বানানো হয়েছে। এর চাকাও সাইকেলের মত নয়। বরং রাস্তা সমান করার রোলারের চাকার মত চওড়া। বিশ্বের সবচেয়ে লম্বা সাইকেলের তকমা পেয়েছে ইভানের এই সাইকেল। যা রাস্তায় চালানো দেখতে বহু মানুষ রাস্তায় ধারে ভিড় জমান।

Share
Published by
News Desk
Tags: Netherlands

Recent Posts