Kolkata

পাখির ধাক্কা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান

Published by
News Desk

ঢাকা থেকে কলকাতা আসছিল বিমানটি। ঠিকঠাক পৌঁছেও গিয়েছিল কলকাতা বিমানবন্দরের কাছে। বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। মাটি ছুঁতে উপর থেকে নামতে থাকা বিমানে সেইসময় আচমকা একটি পাখির ধাক্কা লাগে। ইউএস-বাংলা বিমানটি যদিও তারপরও নির্বিঘ্নেই অবতরণ করে।

পাখির ধাক্কায় যে কোনও সময়ে বড় ধরণের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই ঘটনাটা কলকাতা বিমানবন্দরের আধিকারিকদের চিন্তায় ফেলে। তবে দুর্ঘটনা এড়ানোয় সব আশঙ্কা কেটে যায়। এ যাত্রায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীবোঝাই বিমানটি। সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে সেটি ফের কলকাতা থেকে যাত্রীদের নিয়ে ঢাকার দিকে উড়ে যায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts