Kolkata

দমদম বিমানবন্দরে বিদেশি বিমানে ট্যাঙ্কারের ধাক্কা, আতঙ্ক

Published by
News Desk

কাতার এয়ারওয়েজের একটি বিমান দাঁড়িয়েছিল দমদম বিমানবন্দরে। যাত্রীরা উঠছিলেন বিমানে। ঘড়ির কাঁটায় রাত তখন ৩টে ১৫ মিনিট। আচমকাই একটি শব্দে চমকে যান সকলে। দেখা যায় একটি তেলের ট্যাঙ্কার এসে সোজা ধাক্কা মারে বিমানটিতে। সময় নষ্ট না করে দ্রুত বিমানকর্মীরা দোহাগামী ওই বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে আনেন। বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার জেরে ১০৩ জন যাত্রী আতান্তরে পড়েন। পরে অবশ্য তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তেলের ট্যাঙ্কারটি যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানে ধাক্কা মেরেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ওই ট্যাঙ্কার চালককে সাসপেন্ড করা হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts