Kolkata

উপহারের মোড়কই সোনা! বিমানবন্দর থেকে পাকড়াও মহিলা

Published by
News Desk

দমদম বিমানবন্দর থেকে ফের চোরাচালানের চেষ্টা। ফের নিরাপত্তাকর্মীদের তৎপরতায় সেই চেষ্টা বানচাল। কদিন আগে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে এক নাইজেরিয়ান মহিলা। তারপরও বিভিন্ন সময়ে উদ্ধার হয়েছে বিদেশি মুদ্রা, সোনা। বৃহস্পতিবার ফের সোনা সমেত ধরা পড়ল এক মহিলা। গ্রেফতার করা হয়েছে তাকে।‌

বিমানবন্দর সূত্রের খবর, দুবাই থেকে কলকাতা আসছিল ওই মহিলা। তাকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করেন শুল্ক দফতরের আধিকারিকরা। এর পরেই ফাঁস হয়ে যায় আসল তথ্য। সোনালি কাগজে মোড়া একাধিক উপহার নিয়ে আসছিল ওই মহিলা। এক ঝলকে সোনালি মোড়কগুলি দেখে সাধারণ উপহার মোড়ার কাগজ ভাবাই স্বাভাবিক। কিন্তু ওগুলো আসলে কয়েক লক্ষ টাকার সোনা! চোখে ধুলো দিতে যেগুলিকে ওভাবে কাগজের রূপ দেওয়া হয়েছিল। উদ্ধার হয়েছে ১ কেজি ১৫৯ গ্রাম সোনা। যার আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা।

Share
Published by
News Desk

Recent Posts