Kolkata

গোপনাঙ্গ, জরায়ুতে গোঁজা প্রচুর মাদক, বিমানবন্দরে গ্রেফতার মহিলা

Published by
News Desk

এভাবেও হয় মাদক পাচার! সিনেমায় হয় হয়ত! তা বলে বাস্তবে! মাদক পাচারের অভিনব কৌশলে অবাক কলকাতা বিমানবন্দরের কর্মী থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। গত সোমবার কলকাতা বিমানবন্দরে অভিযান চালান তাঁরা। সেখানেই এক নাইজেরীয় মহিলাকে পরীক্ষা করতে গিয়ে সন্দেহ হয় মহিলা নিরাপত্তারক্ষীদের। তাঁর গোপনাঙ্গে কিছু রয়েছে বলে মনে হয় তাঁদের। আরও খুঁটিয়ে পরীক্ষার পর দেখা যায় সত্যিই গোপনাঙ্গে গোঁজা রয়েছে কোকেন, এলএসডি-র মত মাদক।

মুম্বই থেকে কলকাতা আসা ওই মহিলা স্বীকার করেন তিনি ওই মাদক নিয়ে আসছিলেন। গোপনাঙ্গ ছাড়াও তাঁর জরায়ুতে লোকানো রয়েছে নিষিদ্ধ মাদক। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরীক্ষা করা হয়। এক্স-রে, ইউএসজি করার পর দেখা যায় সত্যিই তাঁর জরায়ুতে মাদক লোকানো রয়েছে। সেই মাদক জরায়ু থেকে বার করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।

Share
Published by
News Desk

Recent Posts