Kolkata

গোপন কুঠুরিতে মাদক পাচারের ছক, ধৃত বিদেশিনী

Published by
News Desk

মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল এক বিদেশিনী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দেড় কেজি কোকেন। যার বাজার দর ১০ থেকে ১২ কোটি টাকা। বলিভিয়ান ঐ মহিলা ব্রাজিলের সাও পাওলো থেকে দুবাই হয়ে সম্ভবত অন্য কোনও দেশে যাচ্ছিল। মাঝখানে বিমান পরিবর্তনের জন্য দমদম বিমানবন্দরে নামে সে। সেখানে তাকে আটক করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

মহিলার ব্যাগ তল্লাশি করতে গিয়ে চক্ষুচড়ক গাছ হয়ে যায় শুল্ক দফতরের আধিকারিকদের। ব্যাগের ভিতরে রয়েছে গোপন কুঠুরি। যা ছুরি দিয়ে কেটে পাওয়া যায় প্যাকেটে মোড়া কোকেন। ঐ মাদকদ্রব্য কলকাতায় আনা হচ্ছিল, না অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত মহিলাকে। এর পিছনে কোনও চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Share
Published by
News Desk

Recent Posts