Kolkata

বন্ধ হচ্ছে দেশের ৬টি শহর থেকে কলকাতায় বিমান আসা যাওয়া

আগামী ৬ জুলাই থেকে দেশের ৬টি শহর থেকে বিমান কলকাতায় নামবে না। কলকাতা থেকে সেখানে যাবেও না।

Published by
News Desk

নয়াদিল্লি ও কলকাতা : ট্রেন পরিষেবা এখনও সেভাবে চালু হয়নি। ফলে দেশের বিভিন্ন শহরের মধ্যে প্রয়োজনে যাতায়াতের জন্য বিমানই ভরসা। সেই বিমান পরিষেবাই জুড়ে রেখেছে দেশের বিভিন্ন শহরকে কলকাতার সঙ্গেও। প্রতিদিনই অনেক বিমান কলকাতা বিমানবন্দরে করোনা বিধি মেনে ওঠানামা করছে। আপাতত সেই যাতায়াতে কিছুটা ছেদ পড়তে চলেছে। ১৫ দিনের জন্য বন্ধ হচ্ছে দেশের ৬টি শহর থেকে কলকাতায় বিমান পরিষেবা।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত কলকাতা বিমানবন্দর ট্যুইট করে ১৫ দিনের জন্য ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে। আগামী ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। যে ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান পরিষেবা বন্ধ হচ্ছে তার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদ।

কেন এমন সিদ্ধান্ত? বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, রাজ্যে সরকারের অনুরোধেই এই সাময়িক বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত। যে ৬টি শহর থেকে কলকাতায় বিমান পরিষেবা ১৫ দিনের জন্য বন্ধ করা হচ্ছে সেসব শহরগুলি দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের শিকার। তাই পশ্চিমবঙ্গে করোনা ছড়িয়ে পড়া রুখতেই রাজ্য সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত।

Share
Published by
News Desk

Recent Posts