World

এভারেস্টের কাছে দেখা মিলল কিং কোবরার, ভয় পাচ্ছেন বিশেষজ্ঞেরা

এভারেস্টের ধারেকাছে কিং কোবরা যে দেখা যেতে পারে এটাই অনেক বিশেষজ্ঞের কাছে বেশ অবাক কাণ্ড। কিন্তু সেটাই হয়েছে। আর তা রীতিমত ভয় পাইয়েছে বিশেষজ্ঞদের।

Published by
News Desk

এভারেস্টের কাছেই দেখা মিলল বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপের। যার একটা ছোবল কেড়ে নিতে পারে তরতাজা মানুষের জীবন। একটি কিং কোবরা একটা ছোবলে এতটা বিষ অন্যের দেহে প্রবেশ করাতে পারে যা একটি হাতির জীবনও কেড়ে নিতে পারে অনায়াসে।

এমনই ভয়ংকর বিষাক্ত সাপটির দেখা মিলেছে এভারেস্টের আশপাশে। ১০টি সাপ পাওয়া গিয়েছে। যারমধ্যে ৯টি কিং কোবরা এবং ১টি মোনোক্লিড কোবরা। ১০টিই অতি বিষাক্ত সাপ।

কিন্তু তারা কাউকে ছোবল মারতে পারে বলে যে বিশেষজ্ঞেরা ভীত তা নয়। সাপগুলি ছোবল মারতে পারে বলে বিশেষজ্ঞেরা আতঙ্কিত নন। বরং আতঙ্ক অন্য কারণে।

বিশেষজ্ঞদের মতে, কিং কোবরা এমন সাপ যারা সমতলে বাস করে। তরাই অঞ্চলে তাদের দেখা পাওয়া যায়। কিন্তু পাহাড়ের ওপরে বা এভারেস্টের মত ঠান্ডা এলাকায় তারা আসেনা। সেখানেও তাহলে তাদের দেখা মিলল কেন?

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন নেপালের দ্রুত বদলাতে থাকা আবহাওয়া এর জন্য দায়ী। উষ্ণায়ন এমনভাবে এভারেস্টের আশপাশেও প্রভাব ফেলেছে যে সেসব জায়গা অপেক্ষাকৃত গরম হয়ে উঠেছে। আর তার ফলেই সেখানে হাজির হচ্ছে এই সাপেরা।

এভাবে দ্রুত বদলাতে থাকা পরিবেশ নিয়ে রীতিমত কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। কিং কোবরাদের এভারেস্টের ধারে এই আনাগোনা, সেখানে আশপাশের অনেক জায়গায় কিং কোবরার ডিম দেখতে পাওয়া বিশেষজ্ঞদের অন্য চিন্তায় ফেলে দিয়েছে।

Share