World

একবছরে ৯ বার নববর্ষ পালন করে এই দেশ, দেশটা সকলের চেনা

বছরে একটাই নববর্ষ পালিত হয়ে থাকে বিভিন্ন দেশে। ভারতে অবশ্য একাধিক। তবে ৯টা নয়। একটি দেশ রয়েছে যেখানে একবছরে ৯টি নববর্ষ পালিত হয়।

Published by
News Desk

পৃথিবীর অন্য দেশের মতই ভারতে ইংরাজি নববর্ষ পালিত হয়। আবার বাংলা নববর্ষ পালিত হয় এপ্রিল মাসে। এমনই বাংলা নববর্ষ পালিত হয় বাংলাদেশে। পালিত হয় নেপালে। নেপালে বাংলা নববর্ষ দিয়েই বছর শুরু হয়।

আবার নেপালে ইংরাজি নববর্ষও পালিত হয় ধুমধাম করেই। পৃথিবীর অধিকাংশ দেশেই ইংরাজি নববর্ষ মানেই নিউ ইয়ারের সূচনা। তবে নেপালে ১ বছরে অনেকগুলি নববর্ষ পালিত হয়ে থাকে।

বাংলা নববর্ষই হল নেপালি নববর্ষ। এছাড়া ইংরাজি নিউ ইয়ার বাদ দিয়েও সেখানে নববর্ষ পালিত হয়ে থাকে। ১ বছরে মোট ৯টি নববর্ষ পালিত হয় ভারতের প্রতিবেশি দেশ নেপালে।

এখানে লোসার জনজাতি তাদের মত করে একটি নিজস্ব নববর্ষ পালন করে। বেশ ধুমধামের সঙ্গেই পালিত হয় সেই লোসার নববর্ষ। আর এক জনজাতি নেওয়াররা আবার আলাদা একটি নববর্ষ পালন করে। যার নাম ভিনতুরা।

এমনভাবেই থারু জনজাতি তাদের নববর্ষ বা লিম্বু জনজাতি তাদের নববর্ষ পালন করে। এগুলি প্রতিটিই কিন্তু নেপালের নববর্ষ পালনে পরিণত হয়েছে। এভাবে নেপালে ইংরাজি ক্যালেন্ডারের একবছরের মধ্যে ৯টি নববর্ষ পালিত হয়। তাও আবার উৎসবের মেজাজে।

তবে সবচেয়ে বেশি ধুমধাম হয় পয়লা বৈশাখ। ওইদিন যেমন গোটা বাংলা মেতে ওঠে নববর্ষ পালনে, তেমনই নেপাল মেতে ওঠে তাদের দেশের নববর্ষ পালনে। প্রসঙ্গত নেপালের ক্যালেন্ডার চন্দ্রমাস অনুযায়ী সাজানো।

Share
Published by
News Desk