Feature

পৃথিবীর একমাত্র দেশ যাদের জাতীয় পতাকা ত্রিকোণ হয়

পৃথিবীতে এমন দেশ একটিই আছে যাদের জাতীয় পতাকা ত্রিকোণাকার হয়। সাধারণভাবে যে কোনও দেশের জাতীয় পতাকার চারটি কোণা থাকে।

Published by
News Desk

ভারতের জাতীয় পতাকা আয়তক্ষেত্রাকার। বিশ্বের অধিকাংশ দেশের জাতীয় পতাকাই আয়তক্ষেত্রাকার হয়। কিন্তু এমনও একটি দেশ রয়েছে যাদের জাতীয় পতাকার চারটি কোণা নেই। দেশটি কিন্তু ভারতীয়দের খুবই পরিচিত।

এ দেশের জাতীয় পতাকা ২টি ত্রিকোণের সমাহারে তৈরি হয়েছে। এই ২টি ত্রিকোণের ওপরেরটি একটু ছোট, নিচেরটি একটু বড়। দেখে মনে হয় যেন একটি ত্রিকোণকে অন্য ত্রিকোণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

পতাকার রং লাল। ধারে নীল রংয়ের বর্ডার দেওয়া। লাল রং হল যুদ্ধ জয় এবং সে দেশের মানুষের সাহসিকতার প্রতীক। লাল রংটি আবার একটি বিশেষ ধরনের লাল।

এই ধরনের লাল রং রোডোডেনড্রন ফুলে দেখতে পাওয়া যায়। কারণ রোডোডেনড্রন এ দেশের জাতীয় ফুল। ২ ত্রিকোণের এই জাতীয় পতাকার বর্ডারে রয়েছে নীল রং। যা শান্তির প্রতীক।

পতাকার উপরের ত্রিকোণে রয়েছে চাঁদের ছবি। নিচের ত্রিকোণে রয়েছে সূর্যের ছবি। ২টোই সাদা দিয়ে আঁকা। এখানেও রয়েছে বিশেষ বার্তা। সূর্য সে দেশের যোদ্ধাদের আক্রমণাত্মক মানসিকতার পরিচয় বহন করে। অন্যদিকে চাঁদ সে দেশের ধীরস্থির প্রকৃতির শান্তিপ্রিয় আমজনতার প্রতীক।

নেপালের জাতীয় পতাকা, ফাইল ছবি

ভারতের প্রতিবেশি এই দেশটি হল নেপাল। এখন প্রশ্ন হল তাদের পতাকা এমন ত্রিকোণ কেন? কারণ পাহাড়। হিমালয়ের কোলে নেপাল দেশটি পাহাড়ে ভরে আছে। হিমালয়ের সেই পাহাড় সারির দেশের জাতীয় পতাকাও তাই পাহাড়ের চিহ্ন বহন করছে।

Share
Published by
News Desk

Recent Posts