Entertainment

আদিপুরুষ সিনেমায় সীতাকে নিয়ে বিতর্ক, ৩ দিন সময় দিল প্রতিবেশি দেশ

আদিপুরুষ সিনেমাটি তৈরি হয়েছে মহাকাব্য রামায়ণ-কে ভিত্তি করে। সেই সিনেমায় সীতা সম্বন্ধে ভুল তথ্য আছে বলে দাবি করে ৩ দিন সময় দিল প্রতিবেশি দেশ।

Published by
News Desk

আদিপুরুষ সিনেমায় রামায়ণ-কে নতুন করে তুলে ধরা হয়েছে। সেখানে রামের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের বিখ্যাত নায়ক প্রভাস এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা কৃতী শ্যানন।

এই সিনেমা ভারত সহ নেপালেও মুক্তি পাওয়ার কথা। কিন্তু কাঠমান্ডু শহরের মেয়র সাফ জানিয়ে দিয়েছেন তিনি এই সিনেমাটি কাঠমান্ডুতে দেখাতে দেবেন না। কারণ আদিপুরুষ সিনেমায় সীতাকে ভারতের কন্যা হিসাবে দেখানো হয়েছে। সেখানেই আপত্তি মেয়রের।

তাঁর দাবি, এটা তথ্যগত ভুল। যা সিনেমায় রয়েছে। রামায়ণে তা কিন্তু লেখা নেই। তাই সেই ভুল তথ্য সঠিক করতে হবে। নাহলে ওই সিনেমা কাঠমান্ডুতে মুক্তি পাবেনা। আর ভুল সংশোধনের জন্য মাত্র ৩ দিন সময়ও বেঁধে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত রামায়ণ অনুযায়ী সীতার জন্ম জনকপুরে। আর সেই জনকপুর এখন নেপালে। সেখানেই গিয়ে রাম সীতাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন। সেখানে আদিপুরুষ সিনেমায় সীতাকে ভারতের মেয়ে হিসাবে দেখানো হয়েছে। এখানেই আপত্তি কাঠমান্ডুর মেয়রের।

এমনিতেই ভারতের নতুন সংসদ ভবনে যে অখণ্ড ভারত ম্যুরাল স্থাপন করা হয়েছে সেখানে নেপালের কিছু অংশ ভারতের মানচিত্রে দেখানো হয়েছে বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন নেপাল। এ নিয়ে একটি প্রতিনিধি দলও ভারতে পাঠাচ্ছে তারা। তার মধ্যেই আদিপুরুষ সিনেমায় সীতা নিয়ে নতুন করে বিতর্ক জমাট বাঁধল।

প্রসঙ্গত আদিপুরুষ ছাড়াও রামায়ণের কাহিনি অবলম্বনে আরও একটি সিনেমা তৈরি হচ্ছে। রামায়ণ নামে সেই সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk