World

বিয়েতে বসে হোমের সময় হাতাহাতিতে জড়ালেন বরকনে

বিয়ে করতে বসেছিলেন তাঁরা। পাশাপাশি বসে বরকনে। হোম চলছে। সেই সময় আচমকা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বরকনে।

Published by
News Desk

বিয়ে করতে বসে বরকনের এমন হাতাহাতি হতে পারে! বিয়ের পোশাকে রয়েছেন ২ জনই। সুন্দর মেরুন পোশাক। বিয়ের রীতি পালন চলছে। হচ্ছে হোম। হোমের সময় বরকনে পাশাপাশি বসে আছেন।

পরিবারের লোকজন থেকে অতিথি সকলেই বিয়ে দেখতে চারধারে ঘিরে দাঁড়িয়ে আছেন। একটা সুন্দর আনন্দঘন পরিবেশ। কিন্তু তা নিমেষে গেল বদলে।

আচমকাই দেখা গেল শান্ত হয়ে বসে থাকা বরকনে নিজেদের মধ্যে হাতাহাতি জুড়ে দিয়েছেন। বেশ দাপটের সঙ্গেই একে অপরকে আক্রমণ করছেন। মারামারি করতে করতে তো কনে বরের ওপর চেপে মারতে গিয়ে আবার গেলেন উল্টে। বিয়ের পোশাকও ঘেঁটে একাকার।

আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন আবার বরকনের এই হাতাহাতি বেশ উপভোগই করছিলেন। ছাড়ানোর চেষ্টা একটু হল বটে। তবে তাতে বিশেষ কাজের কাজ কিছুই হল না।

বরকনের এই বিয়েতে বসে প্রবল হাতাহাতির ছবি সামনে আসতে সকলেই হতবাক হয়ে গেছেন। তবে এই হাতাহাতি দেখে যাঁরা মনে করবেন যে এঁরা বিয়ের মণ্ডপে বসেই যদি এমন কাণ্ড করেন তাহলে সারা জীবন একসঙ্গে কাটাবেন কীভাবে? তাঁরা কিন্তু ভুল করছেন।

এই ঘটনা নেপালের। নেপালের একটি বিয়ের রীতিতে জড়িয়ে আছে এই হাতাহাতি। এটাও বিয়েরই একটা অঙ্গ। মজা করেই এমন হাতাহাতি হয়ে থাকে।

তবে বিয়েতে মজা করে হাতাহাতি এমনও হয়! যেখানে বিয়ের পোশাক লণ্ডভণ্ড হয়ে বরকনে মেঝেতে লুটোপুটি খান। অনেকেই বেশ অবাক।

Share
Published by
News Desk
Tags: Nepal

Recent Posts