World

এভারেস্টে চড়ায় নিষেধাজ্ঞা জারি

Published by
News Desk

এভারেস্টে চড়ার সুযোগ পর্বতারোহীরা বছরের খুব কম সময়ই পেয়ে থাকেন। খুব বেশি হলে ৩ মাস। তাও আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভর করে পারমিট। নেপালে একে বলা হয় বসন্তে পর্বতারোহণ। যা মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলে। এই সময়েই অন্য পাহাড়ের সঙ্গে সঙ্গে নেপাল থেকে এভারেস্টে চড়া শুরু হয়। কিন্তু এবার আর হয়তো এভারেস্ট জয় করতে পাহাড়ি পথে পা বাড়ানোর সুযোগ পাবেন না পর্বতারোহীরা।

করোনা যেভাবে সারা বিশ্বকে কব্জা করতে শুরু করেছে তাতে নেপাল সরকারও সজাগ। নেপালে এখনও পর্যন্ত মাত্র ১ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। তাঁকে চিহ্নিত করে আলাদাও করা হয়েছে। কিন্তু নেপাল এমন জায়গা যেখানে সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হন। পর্বতারোহণ এখানে এক অন্যতম আকর্ষণ। নেপাল সরকার তাই ঝুঁকি নিতে চাইছে না।

নেপালে সবচেয়ে বেশি জনপ্রিয় হল ভিসা অন অ্যারাইভাল নিয়ম। কিন্তু বিদেশিদের আর এই সুযোগ দেওয়া হবে না বলে নেপাল সরকার জানিয়ে দিয়েছে। আগে চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, স্পেন, জার্মানি ও ফ্রান্সের বাসিন্দাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য থাকলেও ১৪ মার্চ থেকে সব দেশের মানুষের জন্যই এই ভিসার সুযোগ সাময়িক ভাবে প্রত্যাহার করছে নেপাল সরকার। কেবল ভারতের জন্য ছাড় রয়েছে। ভারতীয়রা নেপালের কিছু সীমান্ত দিয়ে ঢোকা বার হওয়া করতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Nepal

Recent Posts