World

প্রবল বর্ষণে বন্যা থেকে ভূমিধ্বস, মৃত ১৫

Published by
News Desk

উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবারই দিয়েছিল হাওয়া অফিস। জানিয়ে দিয়েছিল আগামী রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে। হচ্ছেও তাই। ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে যখন এমন অবস্থা, তখন লাগোয়া নেপালের একই হাল। প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই বানভাসি নেপালের অনেক জায়গা। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের।

নেপালে একটানা বৃষ্টি হয়েই চলেছে। ফলে অনেক জায়গায় জল বাড়ছে। খোদ রাজধানী কাঠমান্ডুরই একটা অংশ জলের তলায় চলে গেছে। বহু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানুষ বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছেন। কাঠমান্ডুতে একই পরিবারের ৩ জন দেওয়াল ধসে তার তলায় চাপা পড়ে মারা গেছেন। এছাড়া অন্য জায়গায় পাহাড় থেকে নেমে আসা ধসে চাপা পড়ে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।

নেপালে টানা চলতে থাকা এই বৃষ্টি এখন চলবে। রবিবারের পর পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে অবস্থা আরও ভয়ংকর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ্টির জেরে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতদের পরিবারের প্রতি ট্যুইট করে সমবেদনা ব্যক্ত করেছেন নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts