World

তুষারধসে মৃত ১, বরফে হারিয়ে গেলেন ডাচ পর্বতারোহী

Published by
News Desk

প্রবল তুষারপাত শুরু হয়েছিল গত সপ্তাহে। সে সময়ে নেপালের অন্নপূর্ণা সার্কিট ট্রেকিং রুট ধরে এগোচ্ছিলেন ২ পর্বতারোহী। ১ জন ছিলেন ডাচ বা হল্যান্ডনিবাসী পর্বতারোহী ব্লোয়েম ভিনসেন্ট। ধাদিং জেলায় এই পর্বতারোহণের সময় তাঁর সঙ্গে ছিলেন ট্রেকিং গাইড হিসাবে কর্মরত অজয় ধাকাল। বছর ২৫-এর অজয় বেশ তুখোড় ট্রেকিং গাইড। গত সপ্তাহে যখন তাঁরা ওই দুর্গম রুট ধরে এগোচ্ছিলেন তখনই প্রবল তুষারপাত শুরু হয়।

নেপাল পুলিশ জানাচ্ছে, অজয় ধাকালের ওই তুষারপাতের কবলে পড়ে মৃত্যু হয়। তুষারধসের কারণেই এঁরা ২ জন নিশ্চিন্ত আশ্রয়ে পালাবার সময়টুকুও পাননি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ব্লোয়েম ভিনসেন্টের কোনও খোঁজ নেই। গত ১ সপ্তাহ ধরে তাঁর খোঁজ চলছে। তিনিও বরফের নিচেই চাপা পড়ে গেছেন বলে মনে করছে পুলিশ। এই তল্লাশিতে পর্বতারোহীদের সাহায্য নেওয়া হচ্ছে।

যেদিন থেকে অজয় ধাকালের সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার আগের দিনই তাঁর সঙ্গে তাঁর পরিবারের কথা হয়েছিল। এদিকে ব্লোয়েম ভিনসেন্টের খোঁজ চললেও রাস্তাঘাট পুরোদস্তুর বরফের ঢাকা। ফলে তল্লাশি চালাতেও সমস্যায় পড়তে হচ্ছে। পুলিশ ওই হল্যান্ডের নাগরিককে খুঁজতে সবরকম চেষ্টা চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Nepal

Recent Posts