Categories: World

কাদামাটিতে চাকা হড়কে গভীর খাদে বাস

Published by
News Desk

বৃষ্টির জেরে রাস্তার ওপর লেপ্টে ছিল পাহাড় বেয়ে নেমে আসা কাদামাটি। যা ওই পাহাড়ি রাস্তাকে হড়হড়ে করেই রেখেছিল। অতিরিক্ত পরিমাণ যাত্রী নিয়ে যাওয়া বাসের চালক তা কিছুটা আন্দাজও করতে পেরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। খাদের ধার ঘেঁষে চলা বাসের বাঁ চাকাটি আচমকাই কাদামাটিতে হড়কে যায়। নিয়ন্ত্রণ হারান চালক। মুহুর্তে হড়কে পাশের গভীর খাদে পড়ে পাল্টি খেতে খেতে নেমে যেতে থাকে ৯৮০ ফুট নিচে অংখু নদীর পারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। বাকি যাত্রীদের অধিকাংশই হাসপাতালে ভর্তি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নেপালের লাপাং ফেদি গ্রামের কাছে পাহাড়ি রাস্তায়। পুলিশের দাবি, বাসটিতে এতই ভিড় ছিল যে বাস কানাকানায় ভর্তি হয়ে বাসের চালেও থিকথিক করছিল মানুষ। একটি উৎসবে যোগ দিতেই গ্রামবাসীরা বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Share
Published by
News Desk