World

বরফে চাপা পড়ে মৃত ৯ পর্বতারোহী

Published by
News Desk

পশ্চিম নেপালের গুরজা পর্বতে তুষার ঝড়ের শিকার হয়ে মৃত্যু হল ৯ জনের। যারমধ্যে ৫ জন কোরিয়ার বাসিন্দা। ৪ জন নেপালের। গুরজা পাহাড়েই উঠছিলেন তাঁরা। আবহাওয়া খারাপ থাকায় ক্যাম্পেই অপেক্ষা করছিলেন। আবহাওয়া ভাল হলে ফের ওপরে উঠার পরিকল্পনা ছিল। ঠিক তখনই তুষার ঝড় শুরু হয়।

৭ হাজার ১৯৩ মিটার উঁচু গুরজা পর্বতের অর্ধেক প্রায় উঠেই গিয়েছিলেন পর্বতারোহীরা। ৩ হাজার ৫০০ মিটার উচ্চতায় যে ক্যাম্প রয়েছে সেখানেই ছিলেন তাঁরা। সেই সময়ে বরফ ঝড় ও সেইসঙ্গে ধস নামায় ক্যাম্পের মধ্যেই বরফ চাপা পড়ে যান তাঁরা। সেখানেই তাঁদের মৃত্যু হয়। পরে সবকটি দেহ উদ্ধার করা হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts