World

রানওয়ে ছেড়ে বিমান হড়কে ঘাস জমিতে, অল্পের জন্য রক্ষা

Published by
News Desk

বৃহস্পতিবার রাত থেকে স্তব্ধ হয়ে গেল নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান চলাচল। যা শুক্রবার সকালেও বজায় ছিল। ফলে অনেক বিমান বাতিল হয়। দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের।

বিমানবন্দর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কাঠমান্ডু-কুয়ালালামপুর রুটের মালয়েশিয়ান এয়ারলাইনের মালিন্দো এয়ার বিমান ওড়ার জন্য রানওয়ে দিয়ে ছুটে যাচ্ছিল। রানওয়ের শেষ প্রান্তে পৌঁছে ঠিক উড়তে যাওয়ার আগের মুহুর্তে কোনওভাবে বিমানের চাকা হড়কে যায়। বিমান দিকভ্রষ্ট হয়ে নেমে যায় রানওয়ের পাশের ঘাস জমিতে। তারপর সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে। বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রেহাই পান যাত্রীরা। কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি বলেই খবর।

এদিকে বিমান দুর্ঘটনার পর থেকে সেই যে কাঠমান্ডু বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, তা বৃহস্পতিবার সকালেও চালু করতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে হাজার হাজার যাত্রী হাপিত্যেশ করে অপেক্ষা করেছেন কখন তাঁদের বিমান ছাড়বে সেই আশায়। প্রসঙ্গত গত মাসেই একটি বাংলাদেশি বিমান এই কাঠমান্ডু বিমানবন্দরেই দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় ৪৯ জন যাত্রীর।

Share
Published by
News Desk