World

বিস্ফোরণে কেঁপে উঠল ভারতীয় দূতাবাস

Published by
News Desk

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল নেপালের ভারতীয় দূতাবাস। সোমবার রাতে বিস্ফোরণটি ঘটে কাঠমান্ডুর বিরাটনগর এলাকায় ভারতীয় দূতাবাস সংলগ্ন ফাঁকা জায়গায়। সূত্রের খবর, গত সোমবার রাত ৮টা বেজে ২০ মিনিটে দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটায় ২ বাইক আরোহী। বোমা ফাটিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। বিস্ফোরণের জেরে দূতাবাসের পাঁচিলের কিছুটা অংশ ভেঙে পড়ে। তবে বিস্ফোরক তেমন শক্তিশালী না হওয়ায় হতাহতের কোনও খবর নেই।

সোমবার নেপালে স্থানীয় রাজনৈতিক দলের তরফে বন্‌ধ ডাকা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, প্রশাসনকে উত্ত্যক্ত করতে সম্ভবত রাতের দিকে শুনশান এলাকায় স্থানীয় রাজনৈতিক দলের তরফে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে তার তদন্ত শুরু করেছে কাঠমান্ডু পুলিশ। ঘটনার পর দিল্লি থেকে নেপালের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়।

Share