Entertainment

বাবা হওয়ার খবর জানালেন নীল নিতিন মুকেশ

Published by
News Desk

বলিউডে এখন জোর খুশির হাওয়া বইছে। চলতি বছরে মুম্বইয়ের খেলনার দোকানে কাটতি ভালোই যাবে মনে হচ্ছে। কারণ, একদিকে দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন অভিনেতা শাহিদ কাপুর। ছোট্ট শাহিদ বা ছোট্ট মীরার জন্য খেলনা তো লাগবেই। ওদিকে খেলনা দিয়ে ঘর বোঝাই করার প্রস্তুতি নিচ্ছেন আরেক বলি তারকা। খুব তাড়াতাড়ি তাঁর ঘরও মুখরিত হতে চলেছে কচি স্বরের হাসি আর কান্নার আওয়াজে। এমন খুশির খবর ভক্তদের জানাতে শাহিদের মতই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করলেন অভিনেতা নীল নিতিন মুকেশ।

সোমবার রাতে ইন্সটাগ্রামে রঙিন একটি কার্টুনের ছবি পোস্ট করেন বছর ৩৬-এর হ্যান্ডসাম অভিনেতা। ছবিতে মুখে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে পাখির উড়ে যাওয়ার দৃশ্যই জানান দিচ্ছে আনন্দে আত্মহারা অবস্থা নীল নিতিনের। ছবির মত খুব শিগগির এমন একটা ফুটফুটে শিশু তাঁর ঘরেও আসতে চলেছে। ‘উইল বি ডেলিভারড সুন’ বার্তার মধ্য দিয়ে সেকথা জানাতে ভোলেননি ‘থ্রি জি’, ‘গোলমাল থ্রি’ খ্যাত অভিনেতা। গত বছর ফেব্রুয়ারিতে রুক্মিণী সহায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নীল নিতিন। তাঁর ১ বছরের মাথায় স্ত্রীর কাছ থেকে জীবনের অন্যতম খুশির খবর পেয়ে কার্যতই আনন্দে ডগমগ হবু বাবা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk