Entertainment

বিখ‍্যাত ক্রিকেটারের ছেলেকে বিয়ে করলেন নেহা ধুপিয়া

Published by
News Desk

বলিউডের বিয়ের বাজারে বোমা ফাটালেন করণ জোহর। বৃহস্পতিবার করণ ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন। ছবিতে ‘জুলি’ খ্যাত অভিনেত্রী নেহা ধুপিয়াকে দেখা যাচ্ছে গোলাপি রঙের লেহেঙ্গাতে। ঠিক তাঁর পাশে সাদা শেরওয়ানি ও গোলাপি রঙের পাগড়ি পরে দাঁড়িয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদীর ছেলে। বিয়ে বলে কথা। তাই হয়তো হবু স্ত্রীর পোশাকের সঙ্গে মিলিয়ে একই রঙের পোশাক পরেছিলেন পাত্র অঙ্গদ বেদী। দিল্লির এক গুরুদ্বারে শিখরীতি মেনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে ‘আনন্দ করজ’ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রেমিক অঙ্গদের ‘বেটার হাফ’ হয়ে উঠলেন ৩৭ বছরের অভিনেত্রী। বিয়েতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার অজয় জাদেজা, আশিস নেহরা এবং ক্রিকেট সঞ্চালক গৌরব কাপুর। করণ জোহর হাটে হাঁড়ি ভাঙার পরেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় তাঁর মিসেস বেদী হয়ে ওঠার খবর জানান নববধূ। বিয়ের ছবির নিচে ক্যাপশনে অঙ্গদের সঙ্গে বিয়েকে জীবনের সেরা সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বলিউডের এই জনপ্রিয় টেলি অভিনেত্রী। ‘পিঙ্ক’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি খ্যাত অঙ্গদও তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে প্রিয় বান্ধবীকে ‘স্ত্রী’ হিসেবে পাশে পাওয়ার সুসংবাদ জানান সকলকে।

বলিউডে যে হারে বিয়ের ফুল ফুটে চলেছে, তাতে চলতি বছরে বলি তারকদের অনেকেরই আইবুড়ো দশা ঘুচতে চলেছে বলে মনে করছেন বি টাউনের একাংশ। বিরুষ্কা জুটির কথাই ধরা যাক। গত বছরের শেষের দিকে বিদেশের বুকে বিয়ে সেরে বিশ্ববাসীকে চমকে দেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ২দিন আগেই মিসেস আহুজা হয়েছেন অনিলকন্যা অভিনেত্রী সোনম কাপুর। কদিন ধরে সোনম ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার বিয়ে নিয়ে মত্ত হয়ে ছিল দেশের সংবাদমাধ্যম। সেই ডামাডোলের মাঝেই পাপারাৎজিদের চোখে ধুলো দিয়ে চুপিচুপি বিয়ে সেরে নিলেন মডেল অভিনেত্রী নেহা ধুপিয়া। অঙ্গদ ও নেহার বিয়ের খবর সামনে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেয় বলিউডের রথীমহারথীরা। এবার দেখার পালা, চুপিচুপি অথবা দুনিয়াকে জানিয়ে ‘দিল্লি কা লাড্ডু’ খেতে চলেছেন কোন কোন তারকা জুটি!

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk