Entertainment

এক ব্যবসায়ী তাঁকে মাস মাইনে করা বউ হতে বলেছিলেন, তোপ দাগলেন বলিউড তারকা

এক ব্যবসায়ী তাঁকে এই অফারও দিয়েছিলেন যে তাঁকে তিনি মাস মাইনে দিয়ে বউ করতে চান। তিনি যদি রাজি থাকেন। কার্যত তোপ দেগে একথা জানালেন এক বলি তারকা।

Published by
News Desk

২টি জাতীয় পুরস্কার জিতে নিয়েছে তাঁর সিনেমা। ১৩ জন জাতীয় পুরস্কার প্রাপ্তের সঙ্গে কাজ করেছেন। একের পর এক হিট সিনেমায় তাঁর উপস্থিতি নজর কেড়েছে। তারপরেও তাঁর হাতে এখন কোনও কাজ নেই। কার্যত বলিউডে তিনি ব্রাত্য হয়ে গেছেন। তাঁকে আর কেউই কাজ দিতে রাজি নন।

এভাবেই এক প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিলেন বলিউড তারকা নীতু চন্দ্রা। নীতু বলতে গিয়ে কার্যত একের পর এক তোপ দেগেছেন।

নীতুর দাবি, তাঁকে এক ব্যবসায়ী অফার দিয়েছিলেন যে তাঁর মাস মাইনে করা বউ হয়ে থাকতে নীতু রাজি আছেন কিনা। এজন্য মাসে ২৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও ওই ব্যবসায়ী দিয়েছিলেন।

নীতু ক্ষোভ উগরে আরও জানান, বলিউডের এক কাস্টিং ডিরেক্টর তাঁকে স্ক্রিন টেস্টে ডেকে ১ ঘণ্টার মধ্যেই জানিয়ে দেন নীতুকে সুযোগ দেওয়া যাচ্ছেনা। নীতুর দাবি, তাঁর মনোবল ভেঙে দিতেই এই কাণ্ড করেন তিনি।

২০০৫ সালে গরম মশালা নামে একটি সিনেমায় অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গে অভিনয় দিয়ে বলিউডে তাঁর পা ফেলা। এরপর ওয়ে লাকি লাকি ওয়ে, রণ, ট্রাফিক সিগনাল সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করেন নীতু।

বলিউডের প্রথমসারির পরিচালকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নীতু চন্দ্রা অভিনীত মিথিলা মাখান এবং ওয়ে লাকি লাকি ওয়ে সিনেমা ২টি জাতীয় পুরস্কার পায়। তারপরে তাঁর হাতে এখন কোনও কাজ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk