Entertainment

অকাল মৃত্যু বোনের, নওয়াজউদ্দিন তখন আমেরিকায়

Published by
News Desk

গত বছরই ট্যুইট করে বোনের শারীরিক অবস্থার কথা সকলকে জানিয়েছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। জানিয়েছিলেন মাত্র ১৮ বছর বয়সেই তাঁর বোন স্যামা তামশি সিদ্দিকি স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাও চিহ্নিত হয় অ্যাডভান্সড স্টেজে। তারপর থেকে এই রোগের সঙ্গে মনের জোরে লড়াই করছিলেন স্যামা। গত বছর একথা জানানোর সময় নওয়াজ জানান তাঁর বোন ২৫ বছরে সম্পূর্ণ করলেন। চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি।

নওয়াজের এই ট্যুইটের ১ বছরের মধ্যেই গত শনিবার মারা গেলেন স্যামা তামশি সিদ্দিকি। ২৬ বছর বয়সেই ঝরে গেল এক ঝকঝকে তরুণীর জীবন। ৮ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানতে হল তাঁকে। পুনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শনিবার মৃত্যু হয় স্যামার।

বোনের শেষ দিনে অবশ্য তাঁর সঙ্গে থাকার সুযোগ পেলেননা নওয়াজ। কাজের জন্য তিনি এখন মার্কিন মুলুকে। সেখানেই তাঁর কাছে বোনের মৃত্যুর খবর পৌঁছয়। মারণ ক্যানসারের বলি হয়ে কত প্রাণ এভাবেই ঝরে যাচ্ছে দিনের পর দিন। স্যামা তামশি তারই এক উদাহরণ। এখনও চিকিৎসকেরা, গবেষকেরা এই মারণ রোগের উপর সম্পূর্ণ রাশ টানতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts