Entertainment

বিদেশ থেকে পুরস্কার জিতে নিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

Published by
News Desk

বিদেশের কোনও ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কার জেতা অবশ্যই ভারতীয় সিনেমার সঙ্গে যুক্ত মানুষজনের একটা স্বপ্ন। অস্কার-এর স্বপ্ন তো সকলেই দেখেন। কিন্তু তা ছাড়াও বেশ কিছু বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার পাওয়া অত্যন্ত সম্মান জনক। তেমনই একটি পুরস্কার গোল্ডেন ড্রাগন। কার্ডিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সেই গোল্ডেন ড্রাগন পুরস্কার জিতলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

ব্রিটেনের কনসাল জেনারেল অফ ওয়েলস মাইক অ্যান্টনি এই পুরস্কার নওয়াজউদ্দিনের হাতে তুলে দেন। অভিনয় দক্ষতার জন্য এই পুরস্কার জয়ের পর সে খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান নওয়াজ।

গোল্ডেন ড্রাগন পুরস্কার-এর জন্য তাঁকে নির্বাচিত করার জন্য কার্ডিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-কে ধন্যবাদ জানান নওয়াজ। এই পুরস্কার জয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি নওয়াজউদ্দিন।

নওয়াজের পাশাপাশি কার্ডিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান জুডি ডেঞ্চ। জুডি ডেঞ্চকেও এজন্য অভিনন্দন জানান নওয়াজ। নওয়াজউদ্দিন সিদ্দিকি ভারতীয় চলচ্চিত্র জগতের একটি বড় নামে পরিণত হয়েছেন।

তাঁর অভিনয় প্রতিভার গুণে তাঁকে বড় পর্দা তো বটেই, এমনকি পরিচালকরা বেছে নিচ্ছেন ওয়েব সিনেমার জন্যও। কিছুদিনের মধ্যেই নওয়াজউদ্দিন সিদ্দিকিকে ‘মোতিচুর চকনাচুর’ সিনেমায় দেখতে পাওয়া যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk