Entertainment

চ্যালেঞ্জিং না হলে তেমন রোল করতে ঘেন্না করে, বললেন নওয়াজ

Published by
News Desk

ভিন্ন ধারার অভিনয়। সেখানে নানা ধরণ থাকবে। এককথায় চরিত্রাভিনয়ের জায়গা থাকবে। কঠিন চরিত্র। ফুটিয়ে তোলাটা চ্যালেঞ্জের। এমন অভিনয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে বারবার দেখা যায়। আর সেটা যে তিনি সিনেমায় অভিনয় করার আগেই বুঝে নেন তা তিনি বুঝিয়ে দিলেন। সাফ জানালেন, তিনি যেমন অভিনয় করতে স্বচ্ছন্দ, ফের তেমন অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি ঘেন্না করেন। বরং তিনি সবসময় চান চ্যালেঞ্জিং রোল করতে। তাঁর সিনেমা ‘ঠাকরে’ মুক্তি পেতে চলেছে। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে নওয়াজ সাফ জানান তিনি একজন বহুমুখী অভিনেতা হয়ে উঠতে চান। প্রতিবার নতুন কিছু করতে চান। তাঁর দর্শন হল, জীবন একটাই। ফলে নতুন কিছু চেষ্টা করে দেখার সুযোগও একটাই।

ঠাকরে সিনেমায় নওয়াজউদ্দিন প্রাক্তন শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের চরিত্রে অভিনয় করছেন। তাঁর দাবি, বালাসাহেবের মত আইকনিক ফিগারের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সত্যিই কঠিন কাজ ছিল। পাশাপাশি শাহরুখের মত ২ হাত ছড়িয়ে কিছুটা ব্যঙ্গের ছলেই জানান, এই ধরণের হিরো হওয়ার স্বচ্ছন্দ অভিনয়ের সুযোগ তিনি চাননা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk