World

জেলে নওয়াজ, পাবেন টিভি, সঙ্গে থাকবে সাহায্যের জন্য লোক

Published by
News Desk

রাওয়ালপিন্ডির একটি সংশোধনাগার থেকে মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিয়ে যাওয়া হল লাহোরের কোট লাখপত সংশোধনাগারে। এখানেই আগামী ৭ বছর হাজতবাসের সাজা কাটাবেন তিনি। ৬৮ বছরের নওয়াজকে সংশোধনাগারে বি-ক্লাস ঘর দেওয়া হয়েছে। যেখানে তিনি একটি টিভি, একটি বিছানা, কম্বল, হিটার, টেবিল ও একটি চেয়ার পাবেন। এছাড়া তাঁর সাহায্যের জন্য একজন সাহায্যকারী পাবেন নওয়াজ শরিফ। বাড়ির খাবার আনানোর অনুমতিও পেয়েছেন তিনি।

গত সোমবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত। আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় তাঁর এই কারাদণ্ডের নির্দেশ। সোমবার আদালত রায়দানের পরই পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর প্রধান নওয়াজ শরিফকে হেফাজতে নেয় পুলিশ। শুধু ৭ বছরের কারাদণ্ডই নয়, আদালত নওয়াজ শরিফকে ১৫০ কোটি টাকা জরিমানাও করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts