Entertainment

তিনি বচ্চন পরিবারের সদস্যা, কিন্তু মডেলিংয়ের পারিশ্রমিক চিপসের প্যাকেট!

কত পারিশ্রমিক নিলেন অমিতাভ নাতনি? কিন্তু শুনলে অবাক হতে হবে, পারিশ্রমিক হিসাবে শুধুমাত্র চিপস-এর প্যাকেট নিলেন নব্যা।

Published by
News Desk

মডেল হলেন নব্যা নভেলী। একটু বলে নেওয়া যাক কে এই নব্যা নভেলী? তিনি হলেন অমিতাভ বচ্চনের নাতনি। বি টাউনের জনপ্রিয় স্টার কন্যাদের মধ্যে অন্যতমা নব্যা। তিনি মডেলিং করলেন এমএক্সএস নামে একটি পোশাকের ব্র্যান্ডের হয়ে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে এর জন্য কত পারিশ্রমিক নিলেন অমিতাভ নাতনি? কিন্তু শুনলে অবাক হতে হবে, পারিশ্রমিক হিসাবে শুধুমাত্র চিপস-এর প্যাকেট নিলেন নব্যা। কিন্তু কেন?

সম্প্রতি গ্ল্যামার জগতে পা রেখেছেন অমিতাভ কন্যা শ্বেতা। একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে শুরু করেছেন নিজের পথ চলা। ফ্যাশন ডিজাইনার মনীষা জয়সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে এমএক্সএস নামে একটি পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। আর এই ব্র্যান্ডেরই মডেল হয়েছেন নব্যা।

মায়ের নতুন প্রজেক্টকে সফলতা দিতে কোমর বেঁধেছেন তিনি। মায়ের ব্র্যান্ডের জন্য ফোটোশ্যুট করেছেন নব্যা। সম্প্রতি শ্বেতা নন্দা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, এই ফোটোশ্যুটের জন্য পারিশ্রমিক হিসাবে অনেক চিপস এর প্যাকেট নিয়েছেন নব্যা। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Share
Published by
News Desk