Entertainment

জুঁইমালা পরায় ১ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানার মুখে বিখ্যাত অভিনেত্রী

তাঁর একটিই ভুল। তিনি জুঁইফুলের মালা পরেছিলেন মাথায়। সেটা যে তাঁকে ১ লক্ষ ১৪ হাজার টাকার জরিমানার মুখে ফেলবে সেটা কল্পনাও করতে পারেননি বিখ্যাত অভিনেত্রী।

Published by
News Desk

ঠিক হয়েছিল প্রথমে তিনি সিঙ্গাপুর উড়ে যাবেন। তারপর সেখান থেকে অস্ট্রেলিয়া। বিখ্যাত অভিনেত্রী হওয়ায় তাঁর একটা পরিচিতি রয়েছে। বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করতে এসে তাঁর বাবা তাঁকে ২টি জুঁইফুলের মালা দিয়ে যান।

একটি জুঁইফুলের মালা সিঙ্গাপুর পর্যন্ত পরতে বলেন। ততক্ষণে তো সে মালা শুকিয়ে যাবে। তাই আরও একটি জুঁইমালা প্যাকেটে ভরে দিয়ে দেন যাতে সিঙ্গাপুরে শুকনোটা ফেলে দিয়ে এটা পরে অস্ট্রেলিয়ায় পৌঁছতে পারেন অভিনেত্রী।

সেইমত মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার কোচি থেকে বিমানে চড়েন। প্রথমে সিঙ্গাপুর পৌঁছন। সেখানে কোচি থেকে মাথায় থাকা মালাটি ফেলে দিয়ে ব্যাগে থাকা জুঁইমালা মাথায় পরে নেন। প্রসঙ্গত কেরালায় ওনম উৎসবের সময় মহিলারা মাথায় জুঁইমালা পরে থাকেন। এটা তাঁদের এই উৎসবে সাজের অঙ্গ।

নব্যা অস্ট্রেলিয়ার বিমানবন্দরে নামার পর টের পান কি ভুলটা তিনি করে ফেলেছেন। একটা জুঁইফুলের মালা মাথায় দেওয়াটা তাঁর বড় ভুল হয়ে গেছে। কারণ অস্ট্রেলিয়ায় বিদেশ থেকে আসা কোনও যাত্রী জুঁইমালা নিয়ে ঢুকতে পারেননা। এটা নিয়ে ঢোকা অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ।

যদিও নব্যা না বুঝেই মালাটি পরে গিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া তাদের বিমানবন্দর আইন মেনে তাঁকে জরিমানা করে। ভারতীয় মুদ্রায় যা ১ লক্ষ ১৪ হাজার টাকার সমান। কেবল অজান্তে ভুলের জন্য ২৮ দিন সময় পেয়েছেন নব্যা। এই ২৮ দিনের মধ্যে তাঁকে জরিমানার অঙ্ক জমা দিতে হবে।

Share
Published by
News Desk