National

সিধু নিখোঁজ, খুঁজে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার, পড়ল পোস্টার

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিধায়ক নভজ্যোৎ সিং সিধুকে খুঁজে দিতে পোস্টার পড়ল। খুঁজে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার মূল্যও ঘোষণা করা হয়েছে।

Published by
News Desk

নভজ্যোৎ সিং সিধু কোথায়? এই প্রশ্ন তুলে এবার তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়ল তাঁরই বিধানসভা কেন্দ্র অমৃতসর পূর্বে। পোস্টারে লেখা হয়েছে নিখোঁজ ব্যক্তির খোঁজ চাই। তার তলায় সিধুর ছবি দেওয়া আছে। তারও তলায় লেখা খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে।

এমন এক পোস্টার দেখে রীতিমত হৈচৈ পড়েছে। অমৃতসরে সিধুর বাড়িতে রয়েছেন তাঁর মেয়ে। একাই রয়েছেন তিনি। কিন্তু সিধু বা তাঁর স্ত্রী নভজ্যোৎ কউর সেখানে গত প্রায় ৩-৪ মাস থাকছেন না।

প্রদেশ কংগ্রেসের তরফে অবশ্য জানানো হয়েছে যে সিধু তাঁর স্ত্রীর সঙ্গে পৈতৃক বাড়িতে থাকছেন। পাটিয়ালায় রয়েছে সিধুর পৈতৃক ভিটে। পাটিয়ালা বিধানসভা কেন্দ্র হল পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বিধানসভা কেন্দ্র।

সেখানেই সিধুরা স্বামী-স্ত্রী রয়েছেন বলে নিশ্চিত করেছে কংগ্রেস। অথচ তাঁর নিজের বিধানসভা কেন্দ্র অমৃতসর পূর্বে সিধুর বাড়িতে রয়েছেন তাঁদের মেয়ে একা।

প্রশ্ন উঠেছে সিধু নিখোঁজ-এর পোস্টার কারা দিল? জানা গেছে কোনও বিরোধী দল নয়, শহিদ বাবা দীপ সিং সেবা সমিতি নামে একটি এনজিও এই পোস্টার দিয়েছে। সেখানে পুরস্কার অর্থও ঘোষণা করা হয়েছে।

করোনাকালে নিজের বিধানসভা কেন্দ্রেই পাওয়া যাচ্ছে না বিধায়ককে। এটাই তুলে ধরতে এমন এক পোস্টার পড়েছে। যা সিধুর জন্য অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।

২০১৮ সালে দশেরার উৎসব চলাকালীন একটি প্রবল গতিতে আসা ট্রেনে কাটা পড়েন উৎসবে শামিল বেশ কয়েকজন। সেই ঘটনার পর সিধু ও তাঁর স্ত্রী ঘোষণা করেন যে যাঁদের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের একজন করে চাকরি পাবেন। কিন্তু রেলের তরফে পরে জানানো হয় এই দুর্ঘটনার জন্য তারা দায়ী নয়। এতে রেলের তরফে কোনও ত্রুটি ছিলনা।

চাকরির প্রতিশ্রুতিও রাখতে পারেননি সিধু। ফলে মানুষের একটা ক্ষোভ রয়েছে তাঁর প্রতি। এদিন ছড়িয়ে পড়া পোস্টার কিন্তু সিধুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk