National

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিধু

Published by
News Desk

পঞ্জাবে কংগ্রেস সরকার রয়েছে। সেই কংগ্রেস মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ছিলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। সেই পদ থেকে ইস্তফা দিলেন তিনি। নভজ্যোৎ সিং সিধুর আচমকা ইস্তফা অমরিন্দর সিং সরকারের অন্দরমহলের অশান্তির ইঙ্গিত কিনা তা স্পষ্ট নয়। তবে সিধু তাঁর ইস্তফাপত্র মুখ্যমন্ত্রীকে না পাঠিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পাঠিয়েছেন। গত ১০ জুন রাহুল গান্ধীর অফিসে এই চিঠি পাঠান তিনি।

কেন সিধু ইস্তফা দিলেন তা এখনও স্পষ্ট নয়। রাহুল গান্ধীকে পাঠানো চিঠিতে তিনি তা উল্লেখ করেননি। কেবল জানিয়ে দিয়েছেন তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। সেই চিঠিটি সিধু ট্যুইটারে তুলে দিয়েছেন। প্রসঙ্গত গত মাসেই পঞ্জাব মন্ত্রিসভায় একটি রদবদল করেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সেই রদবদলে সিধুর হাত থেকে সংস্কৃতি ও পর্যটন দফতর নিয়ে নেওয়া হয়। তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয় অপ্রচলিত শক্তি দফতরের।

সিধু এটা স্পষ্ট করে না জানালেও রাজনৈতিক মহলের ধারণা এই রদবদলে সিধু ডানা ছাঁটা হয়। যা সিধু মেনে নিতে পারেননি। ফলে গত ১০ জুনই তিনি পদত্যাগপত্র রাহুল গান্ধীকে পাঠিয়ে দেন। হয়তো অমরিন্দর সিংয়ের প্রতি ক্ষোভ থেকেই তিনি তাঁকে চিঠি না পাঠিয়ে দলের সর্বভারতীয় সভাপতিকে পাঠান। তবে এগুলি অনুমান মাত্র। সিধু নিজে কিছুই খোলসা করেননি। তবে সিধুর এই পদত্যাগ নিয়ে পঞ্জাব মন্ত্রিসভায় চাপানউতোর শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts