National

অমরিন্দর সিং পিতৃতুল্য মানুষ, ধমক খেয়ে বললেন সিধু

Published by
News Desk

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং একজন পিতৃতুল্য মানুষ। তিনি তাঁকে ভালবাসেন। সম্মান করেন। তাঁর সঙ্গে বসে তিনি যাবতীয় বিষয় মিটিয়ে নেবেন। এদিন কার্যত ঢোক গিলে একথা প্রকাশ্যে বললেন নভজ্যোৎ সিং সিধু। তার আগে হায়দরাবাদে তিনি বলেন রাহুল গান্ধীই তাঁর ক্যাপ্টেন। অমরিন্দর সিং সেনা ক্যাপ্টেন।

সিধুর এমন বেফাঁস মন্তব্য ভাল চোখে নেয়নি কংগ্রেস নেতৃত্ব। চাপ আরও বাড়ে যখন পঞ্জাবের অনেক কংগ্রেস নেতা-মন্ত্রীই সিধুর বিরুদ্ধে আওয়াজ তোলেন। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন তাঁরা। এর আগে অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে মুখ খোলায় কংগ্রেস নেতৃত্ব সিধুকে পরিস্কার করে দেয় অমরিন্দর সিংই তাঁর নেতা। তাই অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তিনি যেন মুখ না খোলেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk