National

আত্মপ্রকাশ করল মহিলাদের নিয়ে দল, লড়বে ২০১৯ নির্বাচনেও

Published by
News Desk

অল ওমেনস পার্টি। মহিলা পরিচালিত একটি মহিলাদের রাজনৈতিক দল। ভারতের মাটিতে এমন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এই প্রথম। দলের নাম ন্যাশনাল ওমেনস পার্টি। মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল দলটি। দলের প্রেসিডেন্ট শ্বেতা শেট্টি বলেন, তাঁদের লক্ষ্য লোকসভায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ। মহিলাদের ইস্যুগুলি নিয়ে আলোচনা হয় ওমেনস ডে-তে অথবা মাদারস ডে-তে অথবা নির্বাচনের সময়। কিন্তু তাঁদের লক্ষ্য মহিলাদের ইস্যুগুলি তাঁরা এই দলের মধ্যে দিয়ে সামনে আনবেন।

ইতিমধ্যেই ন্যাশনাল ওমেনস পার্টি রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে। তারা ২০১৯ সালে লোকসভা নির্বাচনেও অংশ নিতে তৈরি। তবে কী এই দলে পুরুষদের কোনও জায়গাই নেই? পেশায় চিকিৎসক শ্বেতা বলেন, তাঁদের মতাদর্শে বিশ্বাসী হলে যে কোনও পুরুষ রাজনৈতিকভাবে তাঁদের সমর্থন বা সাহায্য করতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk