National

১৫ দিন ধরে ৮ জনের পৈশাচিক যৌন নির্যাতনের শিকার ২ কিশোরী

Published by
News Desk

ভালবাসার মানুষের কাছে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে তাকে চোখ বুজে বিশ্বাস করেছিল প্রেমিকা। প্রেমিক অভিজিৎ পালের হাত ধরে ছত্তিসগড়ের খোঙ্গাপানি গ্রামে যেতে তাই দুবার ভাবেনি ওই কিশোরী। সঙ্গে ছিল তার এক বান্ধবীও। অভিযোগ, বিয়ের কথা দেওয়ার ছলে প্রেমিকার জন্য মারাত্মক ফাঁদ পেতেছিল প্রেমিক। সেই ফাঁদে মার্চের ৪ তারিখে পা দেয় ছত্তিসগড়ের কোরিয়া এলাকার বাসিন্দা ওই কিশোরী। যাকে সোমবার ছত্তিসগড়ের সীমান্তে বিজুরি রেলস্টেশন থেকে উদ্ধার করে পুলিশ। কিশোরীর পাশেই পড়ে থাকা গণধর্ষণের শিকার তার বান্ধবীকেও উদ্ধার করা হয়। গুরুতর জখম ২ কিশোরীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিগৃহীতাদের দাবি, গত ১৫ দিন ধরে আলাদা আলাদা জায়গায় তাদের লাগাতার ধর্ষণ করে গেছে অভিযুক্ত তরুণ। সেই পাশবিক যৌন অত্যাচারে তাকে সঙ্গত দেয় তার ৭ জন বন্ধুও। নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে আশরাফ আলি, মনোজ কুমার, হেমরাজ পানিকা, অবিনাশ, জিতেন্দ্র কুমার রাই, রাকেশ কুমার নভয়েত। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। কিশোরীর প্রেমিকসহ পলাতক ২ জনের খোঁজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণসহ পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Share
Published by
News Desk