National

আইসক্রিমের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

Published by
News Desk

বাচ্চাদের খুব প্রিয় খাবার আইসক্রিম। আইসক্রিম দিয়ে সহজেই শিশুদের মন জেতা যায়। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগায় মহারাষ্ট্রের থানে এলাকার বাসিন্দা সুমন নন্দকুমার ঝা। থানের ভান্ডূপ এলাকায় একটি কারখানায় মজুরের কাজ করে সে। আইসক্রিমের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গত রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ।

নিগৃহীতা শিশুকন্যা পুলিশকে জানিয়েছে, শনিবার বিকেলে বাড়ির সামনে খেলা করছিল সে। এমন সময় বছর ৩৫-এর ওই ব্যক্তি এসে তাকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে। পরিচিত হওয়ায় তার কথা বিশ্বাসও করে নেয় শিশুর নিষ্পাপ মন। নির্যাতিতা শিশুর আরও দাবি, আইসক্রিমের নাম করে ওই ব্যক্তি তাকে আজাদনগর এলাকায় নিয়ে যায়। সেখানে একটা পরিত্যক্ত কারখানার পিছনে ঝোপের ভিতরে তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। শিশুকন্যার অভিযোগ, সংজ্ঞা হারানোর আগে অবধি তাকে ধর্ষণ করে যায় ওই ব্যক্তি। তারপর ঝোপঝাড়ের মধ্যে শিশুকে ফেলে চম্পট দেয় অভিযুক্ত। ঘণ্টাখানেক পর ঝোপের মধ্যে শিশুটিকে অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় এক বাসিন্দা। পুলিশ এসে জখম শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ বোধ করলে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তের শনাক্তকরণ হওয়ার পর রবিবার বিকেলে তাকে পুলিশ গ্রেফতার করে।

Share
Published by
News Desk