National

সেকেন্দরাবাদে উদ্ধার হাওড়ার পরিবারের দেহ

Published by
News Desk

হায়দরাবাদের সেকেন্দরাবাদে একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হল একই পরিবারের ৪ জনের দেহ। বাবা-মা ও ২ সন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ। সন্তানদের মধ্যে একটি ৫ মাসের শিশুপুত্রও রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে এই পরিবার। আত্মহত্যার কারণ প্রবল আর্থিক অনটন হতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানাচ্ছে, হাওড়ার বাসিন্দা স্বরূপ দাস কর্মসূত্রে পরিবার নিয়ে সেকেন্দরাবাদে থাকতেন। তিনি পেশায় একজন স্বর্ণকার। বছর ২৭-এর স্বরূপ দাসকে গত শনিবার সন্ধেয় এক ব্যবসায়ী ফোন করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে সন্দেহ হওয়ায় বিষয়টি তিনি পুলিশকে জানান।

পুলিশ স্বরূপ দাসের বাড়ি এসে দরজা ভেঙে তাঁদের দেহ উদ্ধার করে। কীভাবে তাঁদের মৃত্যু হল তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। কেবল ৪ জনের নিথর দেহ মেঝেতে পড়ে ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk