National

দাবানলে ঝলসে মৃত ৯ পড়ুয়া, উদ্ধারে নামানো হল গরুড় কমান্ডো

Published by
News Desk

তামিলনাড়ুর থেনি জেলার কুরাগানি জঙ্গল থেকে উদ্ধার হল ৯ জনের দগ্ধ দেহ। আগুনে তাঁদের দেহ সম্পূর্ণ ঝলসে গেছে। ফলে তাঁদের শনাক্তকরণ নিয়েই প্রশ্ন উঠছে। ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। চেন্নাই ট্রেকিং ক্লাব থেকে ট্রেকিংয়ের জন্য মুন্নার থেকে যাত্রা শুরু করেন ৩৯ জন তরুণ-তরুণী। রবিবার বিকেলে কুরাগানি জঙ্গলে আগুন লেগে যাওয়ায় তাঁরা সেখানেই আটকে পড়েন। এদিকে দাবানল দ্রুত বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে আগুনের ঘেরাটোপে আটকে পড়েন সকলে। তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু হয়।

সোমবার সকাল পর্যন্ত খবর ৩৯ জনের মধ্যে ২৭ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৩ জনের এখনও কোনও খোঁজ নেই। দুর্গম এলাকা হওয়ায় বায়ু সেনার গরুড় কমান্ডো ফোর্সকে উদ্ধারকাজে নামানো হয়েছে। ৪টি বায়ু সেনার চপার কাজ করছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে নয়।

Share
Published by
News Desk