National

মহিলাকে গণধর্ষণ করে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট

Published by
News Desk

রাজস্থানের কোটায় রাস্তার ধারের ধাবায় কর্মরত বছর ৪০-এর এক মহিলা বারান জেলার একটি মহিলা থানায় সম্প্রতি অভিযোগ জানিয়েছেন যে তাঁকে ৬ জন যুবক গণধর্ষণ করেছে। ধর্ষণের ছবি ওই যুবকরা মোবাইলে তুলে রাখে। মুখ খুললে তাঁকে খুন করার ভয়ও দেখায় ধর্ষকরা। মহিলার দাবি, এক মাস আগে ঘটনাটি ঘটলেও আতঙ্কে তিনি মুখ খোলার সাহস পাননি। পরে যখন জানতে পারেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে, তখন মনে শক্তি সঞ্চয় করে থানায় এসে সব কথা খুলে বসার সাহস অর্জন করেন।

পুলিশ সূত্রের খবর, ওই মহিলা দাবি করেছেন, তিনি যখন বারানে তাঁর শ্বশুরবাড়িতে আসছিলেন তখন চেতন মীনা নামে এক বছর ২১-র যুবক তাঁকে বাইকে করে বাড়ি পর্যন্ত ছেড়ে দেবে বলে। চেনা ছেলে। তাই তিনি রাজি হয়ে যায়। কিন্তু বাইকে তাঁকে একটি শুনশান জায়গায় নিয়ে যায় চেতন। সেখানে তখন আরও ৫ যুবক উপস্থিত ছিল। এরপর ৬ জন দফায় দফায় তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ছবি তারা তাদের মোবাইলে তুলেও রাখে। সম্প্রতি তিনি জানতে পারেন সেই ছবি অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এরপর আর স্থির থাকতে পারেননি ওই মহিলা। ৬ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

Share
Published by
News Desk