National

২২ বছরের যুবকের বিকৃত লালসার শিকার ৭৭-এর বৃদ্ধা

Published by
News Desk

দুধের শিশুকন্যা হোক বা অথর্ব বৃদ্ধা, বিকৃত লালসার গ্রাস থেকে ছাড় পাচ্ছেন না কেউই। হায়দরাবাদের মাইলারদেবপল্লীর ঘটনায় আরও একবার তার প্রমাণ মিলল। গত মঙ্গলবার দুপুরে বাড়িতে একা ছিলেন ৭৭ বছরের এক বৃদ্ধা। সে কথা ভালমতোই জানত পি ভামশী। বছর ২২-এর স্থানীয় ওই যুবক পেশায় একজন শ্রমিক। বৃদ্ধার বাড়িতে একা থাকার বিষয় কোনওভাবে টের পেয়েছিল সে। অভিযোগ, সেই সুযোগটাই কাজে লাগায় ওই যুবক। ফাঁকা বাড়িতে ঢুকে বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালায় সে। পরে লাঠি ও কুড়ুল দিয়ে বৃদ্ধাকে আঘাত করে পালিয়ে যায় ওই যুবক।

কিছুক্ষণ পরে ঘরে ঢুকে ঠাকুমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তাঁর নাতি। প্রতিবেশিদের সাহায্যে গুরুতর জখম বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধার আত্মীয়রা খবর দেন পুলিশে। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। ফুটেজ থেকে অভিযুক্তকে শনাক্ত করেন তাঁরা। আরও জানা যায়, পূর্বেও এইধরনের অপকীর্তির রেকর্ড আছে ওই যুবকের। পি ভামশীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Share
Published by
News Desk