National

অবৈধ সম্পর্কের অভিযোগে জোর করে মূত্রপান, অপমানে আত্মহত্যার চেষ্টা যুবকের

Published by
News Desk

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ‘গুরুতর’! তিনি নাকি এক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন! অথচ যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই যুবকের দাবি অভিযোগের কোনও সত্যতা নেই। অবৈধ সম্পর্ক তো দূর, অভিযোগকারিণীকে তিনি চেনেনও না। এমনকি মেয়েটিও তাঁকে চেনেন না। উত্তরপ্রদেশের সাহারানপুর পুলিশের কাছে এই দাবি করেছেন হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

সূত্রের খবর, গত রবিবার সাহারানপুরের ইন্দিরা কলোনি এলাকায় যুবকের বিচারসভা বসেছিল। বিচারের দায়িত্বে ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এক তরুণীর সাথে অবৈধ সম্পর্কের জন্য যুবককে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ, শাস্তি হিসেবে ওই যুবককে প্রথমে মারধর করা হয়। পরে সর্বসমক্ষে তাঁকে জোর করে মূত্রপান করানো হয়। সেই অপমান মেনে নিতে পারেননি ওই যুবক। বাড়ি ফিরে লজ্জায় তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। প্রতিবেশিদের তৎপরতায় অবশ্য প্রাণে বেঁচে যান ওই যুবক। তাঁর দাবি, বিচারসভায় অপমানিত হওয়ার পরেও তাঁর প্রাণহানির ভয় রয়েছে। তাই ঘটনার যথার্থ তদন্ত চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ওই যুবক। যুবকের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

Share
Published by
News Desk