National

বুলডোজারে ধূলিসাৎ লেনিনের মূর্তি, প্রধানমন্ত্রীর দ্বারস্থ বামেরা

Published by
News Desk

ত্রিপুরায় বাম সরকারের পতন ঘটিয়ে বিজেপির বিপুল জয়ের উল্লাস ছিল স্বাভাবিক। ত্রিপুরা বিজেপির জন্য অবশ্যই আনন্দের দিন। কিন্তু সেই উল্লাস কোথাও কোথাও চরম আকার নিল। যা মেনে নিতে পারছেন না খোদ ত্রিপুরার বহু মানুষ। গত সোমবার বেলোনিয়া শহরের কলেজ স্কোয়ারে লেনিনের একটি মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বুলডোজার দিয়ে রাশিয়ার এই কমিউনিস্ট নেতার মূর্তি ভূলুণ্ঠিত করার পাশাপাশি চারপাশ থেকে ‘ভারতমাতা কি জয়’ স্লোগানও শোনা যায়। সিপিএমের অভিযোগ ত্রিপুরার অনেক জায়গায় সিপিএমের পার্টি অফিসেও ভাঙচুর করা হয়। তাদের কর্মীদের মারধরের শিকার হতে হয়। পার্টি অফিসে তালা ঝুলিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। যাবতীয় হিংসার ঘটনায় বিজেপির দিকেই আঙুল উঠেছে। যদিও বিজেপি নেতৃত্ব সেকথা অস্বীকার করেছেন।

তাঁদের যাবতীয় অভিযোগ নিয়ে এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন বাম নেতারা। সেখানে ত্রিপুরার কোথায় কোথায় ভোটপরবর্তী হিংসার তাঁরা শিকার হয়েছেন তার তালিকা দেওয়া হয়েছে। ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার মত ঘটনার নিন্দা করেছে তৃণমূলও। এক্ষেত্রে বিজেপির নাম না করে এহেন কাজকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বলে ব্যাখ্যা করেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

Share
Published by
News Desk