National

বাথরুম থেকে উদ্ধার দম্পতির নগ্ন দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Published by
News Desk

দিল্লির ইন্দিরাপুরম এলাকায় একটি বাড়ির বাথরুম থেকে উদ্ধার হল এক দম্পতির নগ্ন দেহ। দুজনকেই নগ্ন অবস্থায় বাথরুমে পড়ে থেকতে দেখেন পরিবারের লোকজন। কীভাবে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। দম্পতির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

মৃত নীরজ ও রুচি সিংহানিয়ার ৪ বছরের একটি সন্তান রয়েছে। যখন তার বাবা-মায়ের দেহ উদ্ধার হয় তখন সে ঘুমচ্ছিল। পরিবারে একসঙ্গেই থাকতেন নীরজ, তাঁর স্ত্রী রুচি, মেয়ে, নীরজের বাবা-মা, ভাই ও বোন। গত শুক্রবার হোলির দিন বাড়ির সকলেই একটি হোলি পার্টিতে যান। বিকেলে ফিরে ক্লান্ত শরীরে সকলে শুয়ে পড়েন। রাতে নীরজের ঘরে টোকা দেন বাড়ির লোকজন। সাড়া না পেয়ে সন্দেহ হয়। তারপর নীরজের ভাই বাথরুমের জানালা দিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখেন বৌদি রুচিকে। দ্রুত তাঁরা দরজা ভেঙে বাথরুমে ঢুকে দেখেন নীরজ ও রুচির নগ্ন দেহ পড়ে আছে বাথরুমে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশে এসে দেহ দুটি উদ্ধার করে। বেসরকারি সংস্থায় কর্মরত নীরজ ও রুচি‌র মৃত্যু হল কীভাবে তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk