National

নাগাল্যান্ডে সরকার গঠনের পথে বিজেপি-এনডিপিপি জোট, কংগ্রেস ০

Published by
News Desk

নাগাল্যান্ডে ক্ষমতাসীন নাগা পিপলস ফ্রন্টের আধিপত্যের অবসান। সেখানে গেরুয়া ঝড় না হলেও ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বা এনডিপিপি-র সঙ্গে তাদের জোট ভেল্কি দেখিয়েছে। নাগাল্যান্ডের শক্তিশালী আঞ্চলিক দল এনডিপিকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে এই জোট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার গঠনের পথে এনডিপিপি-বিজেপি। জোটের দখলে রয়েছে ৩১টি আসন।

অন্যদিকে নাগাল্যান্ডেও হালে পানি পেল না কংগ্রেস। যদিওবা গতবার ৮টি আসন দখলে রেখেছিল। এবার সেটাও গেল। এবার কংগ্রেস একটাও আসনে জিততে পারেনি। অনেক আসন হারিয়েছে ক্ষমতাসীন এপিএফ-ও। গত বিধানসভায় তাদের আসন সংখ্যা ছিল ৩৮টি। সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ২৩টিতে। আর যে এনডিপিপি-বিজেপি জোট গতবার মাত্র ১টি আসন জিতেছিল, তাদের ঝুলিতে এসেছে ৩১টি আসন। ফলে শাসনভার বিজেপি-এনডিপিপি জোটে হাতেই যেতে চলেছে।

Share
Published by
News Desk