Categories: National

রাজনাথ এলে পাকিস্তান জুড়ে বিক্ষোভ হবে, হুঁশিয়ারি হাফিজের

Published by
News Desk

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানে পা দিলে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন করবে তার সংগঠন। নওয়াজ সরকারকে এভাবেই প্রকাশ্যে হুমকি দিল পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ সঈদ। তার দাবি, কাশ্মীরে নাকি নিরীহদের হত্যা করেছেন রাজনাথ সিং! তাই তিনি পাকিস্তানে পা রাখলে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন হবে। পাক সরকারকে হাফিজ স্পষ্ট জানিয়েছে, এখন যা পরিস্থিতি তাতে পাকিস্তানে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো মানে কাশ্মীরের কাটা ঘাটে নুনের ছিটে দেওয়া! কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তাল কাশ্মীর। রাজ্য জুড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথা চাড়া দিয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনের পর দিন উপত্যকায় কার্ফু জারি রাখতে হচ্ছে প্রশাসনকে। প্রতিদিনই সুরক্ষা বাহিনীকে লক্ষ করে চলছে ইট-পাথর বৃষ্টি। এদিকে পাকিস্তানের প্রকাশ্যেই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তেমনই এক পরিস্থিতিতে সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন রাজনাথ সিং। তাঁর এই সফরের আগে হাফিজ সঈদের মত একজন সন্ত্রাসবাদী সংগঠনের নেতার এমন হুঁশিয়ারিকে ভাল চোখে নিচ্ছে না ভারত।

Share
Published by
News Desk