
চিকিৎসক ভিটামিন ডি সেবনের পরামর্শ দিয়েছিলেন। সূর্যের আলোতেই তো ভিটামিন ডি আছে। এই ভেবে পুনের ঐতিহাসিক সিংহগড় দুর্গে প্রায়ই বিবস্ত্র হয়ে রোদ পোহাতেন ১ ব্যক্তি। লতিফ নামের ওই ব্যক্তি পুনের দূরদর্শন ভবনের সহকারী ইঞ্জিনিয়ার পদে কর্মরত। দূরদর্শন কেন্দ্রের কার্যালয়টি আবার সিংহগড় দুর্গে মধ্যেই অবস্থিত।
অভিযোগ রবিবার সকাল সাড়ে ৮টায় তিনি দূরদর্শন ভবনের বাইরে উলঙ্গ অবস্থায় রোদ পোহাচ্ছিলেন। সেইসময় দুর্গ পরিস্কার করতে আসা কর্মচারি ও কয়েকজন পর্যটকের চোখে পড়ে যান তিনি। তাঁর বসার জায়গার পাশ থেকে কয়েকটি মদের বোতলও উদ্ধার করেন পর্যটকরা। অভিযোগ, লোকজন দেখে অভিযুক্ত লজ্জা নিবারণে তড়িঘড়ি করে তোয়ালে জড়িয়ে নেন। বিবস্ত্র হয়ে দুর্গে বসে রোদ পোহানোর সাফাইও তিনি শোনান পর্যটকদের। চিকিৎসকের পরামর্শেই তিনি নাকি জামাকাপড় খুলে নগ্ন দেহে দুর্গে বসে রোদ পোহান! যদিও তাঁর অযৌক্তিক দাবিকে পাত্তা দেননি ক্ষিপ্ত পর্যটক ও দুর্গের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আধিকারিকরা।
ছত্রপতি শিবাজির স্মৃতিধন্য দুর্গটি মারাঠা তথা সমগ্র দেশবাসীর গর্ব। অভিযোগ, সেই ঐতিহ্যবাহী দুর্গের ভিতর নগ্ন হয়ে মদ্যপান করে অবমাননাকর কাজ করেছেন অভিযুক্ত। ক্ষিপ্ত পর্যটকরা এরপরেই অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে যান পুলিশের কাছে। তাঁর বিরুদ্ধে দেশের ঐতিহ্যকে অসম্মান করার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সরকারি কর্মচারিকে গ্রেফতার করে পুলিশ।













