National

‘ভর’ হয়েছে, ২ মেয়েকে দমবন্ধ করে মারল মা

Published by
News Desk

তার শরীরে ভগবান ভর করেছিলেন। আর সেই ভর অবস্থাতেই সে তার ২ মেয়েকে হত্যা করেছে। অন্তত এমনই দাবি করছে দিল্লির এক বছর ২৯-এর মহিলা। পুলিশ তাকে গ্রেফতার করলেও জেরার সময়েই পুলিশ টের পায় তার মানসিক ভারসাম্যের সমস্যা রয়েছে। অসংলগ্ন কথা বলছে। ভগবান তার শরীরে ভর করেন বলে দাবি করতে থাকে লীলাবতী নামে ওই মহিলা।

অভিযোগ, গত শুক্রবার বাড়িতেই ছিল ওই মহিলা। সেই সময়ে আচমকাই সে তার ৬ বছর ও ৬ মাসের দুই কন্যার ওপর শুয়ে পড়ে। মায়ের তলায় চাপা পড়ে দুই শিশুর দমবন্ধ হয়ে যায়। কিন্তু ছাড়িয়ে বার হতে পারেনা। ফলে সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২ জনের। এক স্থানীয় ওঝার নির্দেশেই নাকি ওই মহিলা এমন করেছে। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তেমনই ইঙ্গিত পেয়েছে পুলিশ। তবে পুলিশ নিশ্চিত ওই মহিলা মানসিক দিক দিয়ে অসুস্থ। তার চিকিৎসা দরকার।

Share
Published by
News Desk