National

পাহাড়ে গুলিযুদ্ধ, মৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী

Published by
News Desk

মেঘালয়ে বিধানসভা নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। নির্বাচন শান্তিপূর্ণ করতে গারো পাহাড়ে যৌথভাবে বড়সড় অপারেশন চালায় মেঘালয় স্পেশাল ফোর্স ও গারো হিলস পুলিশ। এই হানায় ডোবু নামে একটি জায়গায় গারো ন্যাশনাল লিবারেশন আর্মি বা জিএনএলএ-র সঙ্গে সুরক্ষা বাহিনীর প্রবল গুলির লড়াই শুরু হয়। শনিবার সকাল থেকে টানা চলে গুলিযুদ্ধ। জিএনএলএ-র কমান্ডার ইন চিফ সোহন ডি শিরা নিজে উপস্থিত ছিল এই গুলিযুদ্ধে। মেঘালয়ে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী হিসাবে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।

সূত্রের দাবি, শনিবার গুলির লড়াই চলতে চলতে পুলিশের গুলিতে মৃত্যু হয় সোহন ডি শিরার। যা গারো পাহাড় এলাকায় জিএনএলএ-র দাপটে বড়সড় আঘাত বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত গত রবিবার পূর্ব গারো প্রদেশের সামান্দায় প্রচার সেরে ফেরার পথে আইইডি বিস্ফোরণে প্রাণ হারান এনসিপি প্রার্থী জোনাথন এস সাংমা। তাঁর সঙ্গে থাকা এক সুরক্ষাকর্মী ও তাঁর দলের দুই সদস্যেরও প্রাণ যায় ওই বিস্ফোরণে। এই ঘটনার পর পুলিশ ওই এলাকায় তল্লাশি জোরদার করে। শনিবার যৌথ অপারেশনে নামে মেঘালয় স্পেশাল ফোর্স ও গারো হিলস পুলিশ। আর তাতেই বড় সাফল্য এল তাদের ঝুলিতে।

Share
Published by
News Desk