National

উপহারের প্যাক খুলতেই বিস্ফোরণ, মৃত বর, আশঙ্কাজনক কনে

Published by
News Desk

বিয়ে, প্রীতিভোজের অনুষ্ঠান শেষ। হাত পা একেবারে ঝাড়া। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তরফ থেকে এসেছে অনেক উপহার। সেই সমস্ত উপহার এবার খুলে দেখার পালা। সেই কথা ভেবে গত শুক্রবার উপহারের সম্ভার নিয়ে বসেন ওড়িশার সদ্য বিবাহিত দম্পতি। গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল তাঁদের। বোলাঙ্গির জেলার পাটনাগড়ের বাড়িতে বসে একটা একটা করে উপহারের মোড়ক খুলে দেখছিলেন তাঁরা। উপহার দেখার কৌতূহল চেপে রাখতে পারেননি পাত্রের ঠাকুমাও। তিনিও নাতি ও নাতবউয়ের পাশে বসে উপহার দেখছিলেন।

আচমকাই কোনও ১টি উপহারের বাক্স খুলতেই তা বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় গুরুতরভাবে জখম হন ৩ জনই। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সদ্য বিবাহিত যুবকের। শনিবার বুরলা হাসপাতালে মারা যান যুবকের ঠাকুমাও। বিস্ফোরণে আহত নববধূর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কে বা কারা দম্পতিকে বিস্ফোরকে ঠাসা উপহার পাঠাল তার তদন্তে নেমেছে পুলিশ।

Share
Published by
News Desk